
পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজীবপুর থেকে পাচারের সময় ইয়াবা ট্যাবলেটসহ বিথি আক্তার (২৫) নামের এক গৃহবধূকে গ্রেফতার করেছে রাজীবপুর থানা পুলিশ। এ সময় ওই গৃহবধূর কাছে থাকা ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক গৃহবধূ রাজীবপুর উপজেলার জাউনিয়ার চর জালচিড়া পাড়া গ্রামের মাদক ব্যবসায়ী মজনু মিয়ার স্ত্রী।
পুলিশ সূত্র জানায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিতে রৌমারী সার্কেল এসপি রাজীবপুর উপজেলার জাউনিয়ার চর জালচিড়া পাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য রাজীবপুর থানা পুলিশকে নির্দেশ দেন। তার নির্দেশ মতে রাজীবপুর থানার ওসি (তদন্ত) পলাশ মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গ্রামে অভিযান চালায়।
এতে ৫০ পিচ ইয়াবাসহ হাতেনাতে আটক হয় গৃহবধূ বিথি আক্তার। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় গৃহবধুর স্বামী মজনু মিয়া।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ইয়াবাসহ আটক গৃহবধূ বিথি আক্তার ও তার পলাতক স্বামী মাদক ব্যবসায়ী মজনু মিয়ার নামে রাজীবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক গৃহবধূকে আদালতের মাধ্যমে কারাগাওে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/ওয়াইএ/হক