
পিবিএ, ঢাকা : প্রথমবারের মতো শাকিব ছাড়া অন্য নায়কের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন শবনম বুবলি। ছবির নাম ‘ক্যাসিনো’। এতে বুবলির সঙ্গে অভিনয় করছেন নিরব। এটি নির্মাণ করছেন সৈকত নাসির। তবে এ ছবিতে অভিনয়ের জন্য এসকে ফিল্ম থেকে অনুমতি নিতে হয়েছে বুবলির। বিষয়টি জানিয়েছেন এসকে ফিল্মের সহ-প্রযোজক ও শাকিবের বন্ধু মোহাম্মদ ইকবাল।
ইকবাল বলেন, শাকিব খান ও আমি দুজনেই মিলে কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’ সিনেমাটি নির্মাণ করছি। ছবিটিতে শাকিবের সঙ্গে জুটি বাঁধবেন বুবলি। সোমবার (২৫ নভেম্বর) থেকে পূবাইলে দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বুবলিকে দেওয়া শিডিউল ও শাকিবের লুক ঠিক হওয়া পর্যন্ত একটু সময় লাগছে। তাই ছবির শুটিং শুরু হতে সময় লাগবে। এ কারণে বুবলি অনুমতি নিয়ে ‘ক্যাসিনো’ ছবির শুটিং করছেন।
ইকবাল আরও বলেন, দেশে আরও ভালোমানের সিনেমা নির্মাণ হোক। তাই ভালো ছবি নির্মাণের জন্যই বুবলিকে অন্য ছবিতে কাজের সুযোগ দেওয়া হয়েছে।
শাকিব খানের হাত ধরে ঢাকাই সিনেমায় অভিষেক হয়ে শবনম বুবলির। একে একে জুটি হয়ে নয়টি ছবিতে অভিনয় করেছেন তারা। ২০১৬ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করলেও অন্য কোনও নায়কের বিপরীতে অভিনয় করেননি বুবলি। তাই গণমাধ্যমে বুবলিকে শাকিব খানের নায়িকা বলা হয়ে থাকে।
শাকিব-বুবলি জুটি হয়ে অভিনয় করেছেন, ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোওয়াখালী মাইয়্যা’, ‘ক্যাপ্টেন খান’, ‘সুপার হিরো’, ‘পাসওয়ার্ড’সহ উল্লেখযোগ্য সিনেমা।
পিবিএ/জেডআই