গভীর সমুদ্রে ২০ থেকে ২৫ দিন ধরে আহরণ করা মাছ ফিশিং ট্রলারে আনা হয় কর্ণফুলীতে। সাম্পানে করে এসব মাছ নেওয়া হয় নদীর পাড়ে। পাড়ের শ্রমিকদের কাঁধ হয়ে গাড়ি করে পৌঁছে দেওয়া হয় হিমাগারে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব মাছ চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। সকাল থেকে রাত অবধি নদীর ঘাটে এ ব্যস্ততা নিত্যদিনের। কাজের বিনিময়ে শ্রমিকরা মজুরি পান ৩০০ থেকে ৬০০ টাকা। ছবিটি চট্টগ্রাম নগরীর কর্ণফুলী ঘাট থেকে তোলা। রোববার, ৩০ জানুয়ারী। ছবি : পিবিএ/এম ফয়সাল এলাহী

আরও পড়ুন...