গাইবান্ধার ব্রহ্মপুত্র চরাঞ্চলের মানুষের যোগাযোগের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি। বর্ষাকাল শেষে বর্তমানে ব্রহ্মপুত্র এখন মরুভুমিতে রূপান্তরিত হয়েছে। এতে ফুলছড়ি উপজেলার সাতারকান্দি, রসূলপুর, খাটিয়ামারি, ফজলুপুর, ফুলছড়ি, এরেন্ডাবাড়ি ও টেংরাকান্দিসহ চরের প্রায় ৫০টি গ্রামবাসীর লোকজন যাতায়াত ও নিত্যপ্রয়োজনীয় মালামাল ঘোড়ার গাড়িযোগে বহন করা হচ্ছে। ছবিটি গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বালাসিঘাট থেকে তোলা। মঙ্গলবার, ১৪ ডিসেম্বর। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত

আরও পড়ুন...