
গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারি গ্রামের বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার প্রাপ্ত কৃষক আমীর আলী বাণিজ্যিকভাবে মাল্টা চাষ করে পেয়েছেন সফলতা। প্রায় দুই বিঘা জমিতে গাছে গাছে ঝুলছে বারি-৪ জাতের টকটকে এই হলুদ মাল্টা। চমৎকার ব্যাপার হচ্ছে ১টি মাল্টা এক থেকে দেড় কেজি হয়। তার বাগানে এই রকম মাল্টা দেখতে প্রতিদিনেই পরামর্শ নিতে আসছেন জেলার চাষিরা। বুধবার, ২৬ জানুয়ারী। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত
