পিবিএ,গাজীপুর: গাজীপুর সিটি কর্পোরেশনের উলুখোলা বিন্দান এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় বিন্দান এলাকার গাজীপুর-কাঞ্চনব্রিজের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
পূবাইল থানার ওসি মো. নাজমুল হক ভূইয়া জানায়, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পূবাইলের উলুখোলা বিন্দান এলাকার সড়কের পাশে একটি ডোবা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের গায়ে সাদা হাফহাতা গেঞ্জি ও কালো জিন্সের প্যান্ট রয়েছে। গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। কয়েকদিন আগে ওই স্থানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় সময় লাশটি ডোবায় পড়ে থাকতে পারে।
পিবিএ/এএইচ