
পিবিএ,গোপালগঞ্জ: গোপালগঞ্জে এক যুবতী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার মেরী গোপীনাথপুরে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ ও স্বজনরা।
ধর্ষনের শিকার ওই যুবতী পিবিএকে জানায়, মঙ্গলবার জেলা সদর ডাক্তার দেখাতে আসে। ডাক্তার দেখিয়ে সন্ধ্যার দিকে গ্রামের বাড়ি সদর উপজেলার বড়ফা গ্রামে যাওয়ার জন্য একটি মাহেন্দ্র গাড়ীতে (থ্রী হুইলার) উঠে। এসময় তাকে চন্দ্রদিঘলিয়া স্ট্যান্ডে নামিয়ে দেবে বলে জানায় চালক।
কিন্তু, ওই গাড়িতে থাকা দুই যুবক ও গাড়ি চালক তাকে চন্দ্রদিঘলিয়ায় না নামিয়ে মেরী গোপিনাথপুর এলাকায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে একটি ধান ক্ষেতের মোটর ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষন করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক পিবিএকে জানান, ধর্ষনের অভিযোগ এনে এক যুবতী হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি। তবে ডাক্তারী পরীক্ষার পর জানা যাবে সে ধর্ষিত হয়েছে কি না।
গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হযরত আলী ঘটনার সত্যতা স্বীকার করে পিবিএকে বলেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।
পিবিএ/বিএস/হক