পিবিএ ডেস্ক: বাংলাদেশ-ভারতের প্রথম গোলাপী বলের টেস্ট ম্যাচ আজ শুক্রবার অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। তবে দুদেশের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। আর সেই ম্যাচের সাক্ষী হতে কলকাতায় আসছেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সকালেই মুম্বাই থেকে কলকাতায় পা রাখার কথা এই অভিনেত্রীর। নানা কর্মব্যস্ততার মাঝেও ইডেনে বসে গোলাপি ম্যাচ দেখার সুযোগ একেবারেই মিস করতে চান না তিনি। ‘দাদাগিরি’র মঞ্চে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে সে কথাই জানিয়েছিলেন রানি মুখার্জি।
সম্প্রতি নিজের আগামী ছবি ‘মর্দানি ২’-এর প্রচারে কলকাতায় এসেছিলেন রানি। ‘দাদাগিরি’র মঞ্চে নিজের ছবি, নিজের চরিত্রে নিয়ে কথা বলার পাশাপাশি সেদিন তিনি বলেন, এই প্রথম তিনি ইডেনে বসে ক্রিকেট খেলা দেখতে আসবেন। ভালো স্মৃতি নিয়ে মুম্বাই ফেরার আশাও রেখেছেন অভিনেত্রী।
রানি মুখার্জি যে শুধু খেলা দেখতে আসছেন, এমনটা নয়! একই সঙ্গে ইডেনে ‘মর্দানি ২’-এর প্রচারও সারবেন বলে জানা গেছে। আজ শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক এই টেস্ট ম্যাচটির উদ্বোধন করবেন শেখ হাসিনা।
পিবিএ/বিএইচ