ঘুষ দাতা ও গ্রহীতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: প্রধানমন্ত্রী

শিশুরাই একদিন দেশের নেতৃত্ব দেবে : প্রধানমন্ত্রী
ফাইল ছবি

পিবিএ,ঢাকা: ঘুষ দাতা ও গ্রহীতা উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেবল ঘুষ গ্রহণই নয়, ঘুষ প্রদানকারীও সমান অপরাধী। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদুল আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ নির্দেশ দেন তিনি। শেখ হাসিনা বলেন, ঘুষ লেনদেন বন্ধ করতে পারলে দূর্নীতি দুর করা সহজ হবে বলেও মনে করেন।

আয় আর ব্যয়ের পার্থক্য বের করে, কে কতো খরচ করলো তারও হিসেব নেয়ার প্রতি গুরুত্বারোপ করনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, কে কত আয় করলো, কে কত খরচ করলো তারও একটা হিসাব থাকা উচিত। কে কোন খাতে, কোন উদ্দেশ্যে খরচ করছে, তার সেই আয়ের উৎস কী এর হিসাব রাখা প্রয়োজন।

প্রধানমন্ত্রী বলেন, মানুষ অর্থের জন্য অন্ধ হয়ে যায়। চাওয়া-পাওয়ার একটা সীমা আছে। সম্পদের সীমা আছে। কিন্তু এটা ভুলে যায় যে মরে গেলে কিছুই সঙ্গে নেওয়া যাবে না, কবরে একাই যেতে হবে। যা রেখে যাবে সেটা আর কোনোদিন তার কাজে লাগবে না।

তিনি আরও বলেন, উন্নয়ন কর্মকাণ্ড ও অর্থনৈতিক লেনদেন বেড়েছে। সেজন্যই এ বিষয়টা মাথায় রেখে এগিয়ে যেতে হবে যে। যে ঘুষ দেবে সেও যেমন দোষী, যে নেবে সেও দোষী।

দুর্নীতির বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) যথেষ্ট সক্রিয় আছে বলেও জানান প্রধানমন্ত্রী।

পিবিএ/ইকে

আরও পড়ুন...