চট্টগ্রাম শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এক সময়ের ‘বারুনীর স্নান ঘাট’। যে এখন ‘পারকির চর’ নামে অধিক পরিচিত। সৈকতের বালুচর, ঝাউবাগান, বন্দরের বহির্নোঙরে সারি সারি জাহাজ, রাতের আলোকচ্ছটা মুগ্ধ করে পর্যটকদের। তাই সৌন্দর্যের টানে বার বার ফিরে যান ভ্রমণপিপাসুরা। কিন্ত সে জায়গায় বসছে প্রকাশ্যে রিং জুয়ার বোর্ড। এর প্রলোভনে পড়ে বিভিন্ন বয়সী অনেকে বিশেষ করে শিশু কিশোররা ছুটে আসছে, হারাচ্ছে সর্বস্ব। চোখের সামনে এ জুয়া আসর পড়লেও দেখার যেন কেউ নেই। রোববার, ৬ ফেব্রুয়ারী। ছবি : পিবিএ/এম ফয়সাল এলাহী

আরও পড়ুন...