
পিবিএ, ঢাকা: ১৪৪০ হিজরি বর্ষের শাওয়াল মাসের চাঁদ দেখার খবর জানার জন্য উদগ্রীব পুরো জাতি। আজ দেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে এখনো কোন খবর জানাতে পারেনি জাতীয় চাঁদ দেখা কমিটি।
দেশের ৬৪ জেলার কোথাও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। তবে, আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক করছে চাঁদ দেখা কমিটি।
এর আগে চাঁদ দেখা কমিটি জানায়, তাদের পাওয়া তথ্য অনুযায়ী দেশের ৬৪ জেলার কোথাও চাঁদ দেখার খবর তারা পায়নি।
আজ ঙ্গলবার (০৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করছেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর হলেও এর প্রস্তুতি শুরু হয় আগের দিন চাঁদ দেখার মাধ্যমে। কেননা, চাঁদ দেখা সাপেক্ষে রমজানের সমাপ্তি ও শাওয়ালের প্রারম্ভ গণনা করা হয়। ঈদের আগের রাতটিকে ইসলামী পরিভাষায় লাইলাতুল জায়জা (অর্থ: পুরস্কার রজনী) এবং চলতি ভাষায় “চাঁদ রাত” বলা হয়। শাওয়াল মাসের চাঁদ অর্থাৎ সূর্যাস্তে একফালি নতুন চাঁদ দেখা গেলে পরদিন ঈদ হয়, এই কথা থেকেই চাঁদ রাত কথাটির উদ্ভব। ঈদের চাঁদ স্বচক্ষে দেখে তবেই ঈদের ঘোষণা দেয়া ইসলামী বিধান। এই চাঁদ দেখাও ঈদ সংস্কৃতির একটি অংশ। তবে প্রথম দিন চাঁদ দেখা না গেলে পরের দিন রোজা ৩০টি পূর্ণ হয়ে গেলে রমজান মাসের সমাপ্তি হবে। কারণ এই মাস ৩০ দিনের বেশি নয়।
চাঁদ দেখা গেলে আর তারাবীহ পড়তে হয় না। তবে রমজান মাসের শেষ রাতটিতে মাগফিরাতের বিশেষ সুযোগ থাকায় ধর্মপ্রাণ মুসলমানগণ এই রাতটিতেও নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও নেক আমলের মাধ্যমে অতিবাহিত করেন।
ঈদের নতুন চাঁদ দেখার সাথে সাথে মুসলিমদের মনে যে আনন্দের ঢেউ ওঠে তা অনন্য। এই চাঁদ যেন খুশির বার্তা নিয়ে হাজির হয় মুসলিম জনপদে। বিশেষ করে শিশু-কিশোরদের মনে ঈদের চাঁদ অপরিসীম আনন্দের বার্তা নিয়ে আসে। অনেকে এই সময় খুশিতে আতশবাজি পোড়ায়। সেই সাথে ঘরে ঘরে টেলিভিশনে বেজে ওঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান-
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ।
তোর সোনা-দানা, বালাখানা সব রাহে লিল্লাহ
দে যাকাত, মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
আজ ভুলে যা তোর দোস্ত-দুশমণ, হাত মেলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী
সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
ঢাল হৃদয়ের তশতরীতে শিরনি তৌহিদের,
তোর দাওয়াত কবুল করবেন হজরত হয়ে মনে উম্মীদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ।
তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা
সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাগিদ।
পিবিএ/এএইচ