‘জনগণের শক্তির কাছে কোনো স্বৈরশাসক টিকতে পারে না’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমাদের ছাত্র-জনতা অসাধ্য সাধান করেছেন। দেশ রাহুমুক্ত হয়েছে। স্বৈরাচারী সরকাররের পতন হয়েছে। অভূতপূর্ব এক জনবিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন। গত ১৫ বছরের প্রচন্ড বাড়াবাড়ির কারণে দেশের ছাত্র-জনতার মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, এই জনবিষ্ফোরণ তারই বহিঃপ্রকাশ। এই গণঅভূত্থান আবারও প্রমান করলো জনগণের শক্তির কাছে কোন স্বৈরশাসকই টিকে থাকতে পারে না। আমি আমাদের ছাত্রসমাজসহ দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি।

সোমবার (৫ আগস্ট) রাতে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

এই দেশ আমাদের সকলের। ইতোমধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে। সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য শান্তিপূর্ণ পরিবেশ খুবই প্রয়োজন। এখন সবাইকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো ধরনের হঠকারী কাজ করা যাবে না।

তাই আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হয় এমন কোন কাজ করা যাবেনা। সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমি দলের সর্বস্তরের নেতা-কর্মী ও দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।

নতুন অন্তবর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আইন অনুযায়ী তারাই ব্যবস্থা গ্রহণ করবে। নতুন সরকারের কাছে আমি সকল নেতা-কর্মীর মুক্তি এবং মামলা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

আরও পড়ুন...