
রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে নানা সমস্যায় আক্রান্ত তিনটি বেসরকারি হাসপাতালে ১লাখ ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এই তিন হাসপাতালের মধ্যে ২টি হাসপাতালের অপারেশন থিয়েটার ও ল্যাব সিলগালা করে দিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নানা অসঙ্গতি ও সমস্যা আক্রান্ত তিনটি হাসপাতালে এ জরিমানা করা হয়।
জানা গেছে, শহরের দেওয়ানপাড়ায় অ্যাপোলো হসপিটালে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হাসপাতালে
জরুরি বিভাগে ডাক্তার না থাকা, অপারেশন থিয়েটারে কাঠের ফার্নিচারসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় করা হয় এ জরিমানা।
পাঁচ রাস্তা এলাকার মা নার্সিং হোম অ্যান্ড হসপিটালের অনুমোদন না থাকায় হাসপাতালের অপারেশন থিয়েটার সিলগালা করা হয়। একই সঙ্গে এ হাসপাতালে জরিমানা করা হয় ৩০হাজার টাকা। এছাড়া গেইটপাড় শফি মিয়ার বাজার এলাকায় ইউনাইটেড জেনারেল হাসপাতালকে একই ধরনের অভিযোগে করা হয়েছে ৪০হাজার টাকা জরিমানা। এ সময় হাসপাতালের অপারেশন থিয়েটারসহ প্যাথলজিক্যাল ল্যাব সিলগালা করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার উত্তম কুমার সরকার জানান, স্বাস্থ্য মন্ত্রালয়ের দশ দফা নির্দেশনা বাস্তবায়নে আমরা মাঠে নেমেছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার তন্ময় হালদার, মেডিকেল অফিসার ডাক্তার রাফিয়া, ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক আরিফুর রহমান, র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী প্রমুখ।