পিবিএ,জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকা থেকে ৭৯৫ বোতল ফেন্সিডিলসহ নাজমুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী জয়পুরহাট সদরের রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
জয়পুরহাট র্যাব কমান্ডার আজমল হোসেন পিবিএকে জানান, একটি কাভার্ড ভ্যানে করে ফেন্সিডিলগুলো পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজার থেকে শিমুলতলী এলাকায় নিয়ে যাচ্ছিল চালক নাজমুল। এ সময় র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
পিবিএ/এসি/হক