পিবিএ,ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা এলাকা থেকে দুই হাজার বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় জব্দ করা হয় মাদক বহনকারী মিনি ট্রাকটি। শনিবার ভোর রাতে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, মহেশপুর এলাকা থেকে ট্রাকে ঢাকায় মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভোর রাতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় মোহাইমেন হোসেন, তুষার আলী ও সুমন মিয়াকে আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে দুই হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
পিবিএ/এজে/আরআই