ট্রেন লাইনচ্যুত, খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

পিবিএ,কালীগঞ্জ: ঝিনাইদহের কোটচাঁদপুর স্টেশনে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ডাউন ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্টেশন ইয়ার্ডেও পশ্চিমপাশের পয়েন্ট এলকায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

কোটচাঁদপুর স্টেশন মাস্টার কাওসার জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামি ট্রেনটি ইয়ার্ডের পয়েন্ট এলাকায় প্রবেশ করার পর পিছনের দু’টি বগির আটটি চাকা লাইনচু্যৃত হয়। এ ঘটনার পর থেকে খুলনার সাথে রাজশাহী ও ঢাকা সহ সকল রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এখনও উদ্ধার কাজ শুরু হয়নি। কখন উদ্ধার কাজ শুরু হবে তা জানাতে পারেনি। তবে খুলনা ও ঈশ^রদী থেকে রিলিফ ট্রেন উদ্ধার কাজে অংশ নিয়ে রওনা দিয়েছে বলে যোগ করেন এই স্টেশন মাস্টার।

পিবিএ/আরিফ মোল্ল্যা/বিএইচ

আরও পড়ুন...