পিবিএ ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (১৪ আগস্ট সকাল ৮টা থেকে ১৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে নতুন করে ভর্তি হয়েছেন এক হাজার ৯২৯ জন রোগী। গতকাল এ সংখ্যা ছিল এক হাজার ৮৮০ জন। অর্থাৎ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় ৪৯ জন বেড়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, নতুন ভর্তি রোগীর মধ্যে ঢাকার ভেতরে রয়েছে ৮১১ জন এবং বাইরে এক হাজার ১১৮ জন। ঢাকা শহর ছাড়া ঢাকা বিভাগের অন্য জেলাগুলোতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৯৫ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২০৯ জন, খুলনা বিভাগে ১৫১ জন, রংপুর বিভাগে ৮১ জন, রাজশাহী বিভাগে ১৩০ জন, বরিশাল বিভাগে ১৭১ জন, সিলেট বিভাগে ২৫ জন ও ময়মনসিংহ বিভাগে ২৫ জন আক্রান্ত হয়েছেন।
কন্ট্রোল রুম জানায়, এ বছরের শুরু থেকে আজ পর্যন্ত দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ হাজার ২৮০ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন ৪০ হাজার ৬৭০ জন। দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা সাত হাজার ৫৭০ জন। এর মধ্যে ঢাকার ৪০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে রয়েছেন তিন হাজর ৯১০ জন ও রাজধানী ছাড়া ঢাকা বিভাসসহ মোট আট বিভাগের হাসপাতালগুলোতে রয়েছেন তিনি হাজার ৩৬০ জন।
কন্ট্রোল রুম বলছে, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪০ জন।
পিবিএ/এমএসএম