পিবিএ,ঢাকা: নানা ধরনের অভিযোগ ও অনিয়মের খবরের প্রেক্ষিতে রাজধানীসহ দেশের পাঁচটি স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ের ওয়েম্যান পদে
বুধবার মৌখিক পরীক্ষায় ব্যাপক অনিয়ম হচ্ছে এমন সংবাদের প্রেক্ষিতে রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম বুধবার অভিযান চালায়। দুদক টিম জেনারেল ম্যানেজার (পশ্চিম) এবং নিয়োগ পরীক্ষার আহ্বায়ক কমিটির কাছে পরীক্ষার তথ্যাবলি জানতে চাইলে, তারা তথ্যা সরবরাহ করতে ব্যর্থ হন। এ অভিযোগের বিরুদ্ধে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হবে।
ঢাকা ওয়াসা মডস জোন-২ এ গ্রাহকদের অভিযোগ যথাযথ নিয়মে নিষ্পত্তি হয় না- এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়েছে দুদক। দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শারিকা ইসলামের নেতৃত্বে আজ এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে টিম একটি অবৈধ সংযোগের বিষয়ে জানতে পারে এবং দ্রুত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেয়। এছাড়া আবাসিক, কমার্শিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল সংযোগের মাসিক বিলের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম পাওয়া যায়। এ অনিয়মের অভিযোগে ওই জোনের একজন মিটার রিডারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া অভিযানে একাধিক গ্রাহকের সঙ্গে টেলিফোনে কথা বললে তারা সমস্যার সমাধান হয়নি বলে জানান।
এদিকে নামজারি-সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে পিরোজপুরের সহকারী কমিশনার, ভূমি অফিসে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদকে অভিযোগ আসে, সহকারী কমিশনার, ভূমি অফিস পিরোজপুরের কয়েকজন কর্মচারী দীর্ঘদিন ধরে সেবাপ্রার্থীদের হয়রানি করছে। এর প্রেক্ষিতে বরিশালের সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম ওই অফিস পরিদর্শন করে।
ঘটনাস্থলে এসে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। সহকারী কমিশনার দুদক টিমকে জানান, অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপস্থিত সেবাপ্রার্থীরা দুদকের এ অভিযানকে স্বাগত জানান। দুদক টিমের পক্ষ থেকে ভূমি সংক্রান্ত যেকোনো অনিয়মের অভিযোগ তাৎক্ষণিকভাবে দুদক অভিযোগ কেন্দ্রে জানানোর জন্য পরামর্শ দেয়া হয়।
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের অকেজো ওয়াগন সরবরাহের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। বগুড়ার সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম আজ এ অভিযান পরিচালনা করে।
কুষ্টিয়া-পাবনা মহাসড়কে নিম্নমানের কাজ করার অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম এ অভিযান চালায়।
ঘটনাস্থলে এসে দুদক টিম দেখে, সড়ক সংস্কারের এক বছর অতিক্রান্ত হবার আগেই তা চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। টিম এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে কথা বলে এবং চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যে রাস্তার ক্ষতি হওয়া যাবতীয় অংশ সংশোধনের নির্দেশনা প্রদান করে।
এদিকে দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আসা প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও চোরাচালানের অভিযোগ, সাবেক বিসিক কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী হয়রানির অভিযোগ এবং এফআইকিউএস সনদপত্রের চালান জালিয়াতি করে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, যথাক্রমে মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, চেয়ারম্যান, বিসিক, পরিচালক, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং মৎস্য অধিদফতরের মহাপরিচালকে কাছে চিঠি পাঠিয়েছে দুদক এনফোর্সমেন্ট ইউনিট।
পিবিএ/হক