ঢাকা মহানগরীতে অস্ত্র-গুলিসহ গ্রেফতার-৩

পিবিএ, ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে পিস্তল, রিভলবার ও গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপুলিটন পুলিশ’র সিটিটিসি। গ্রেফতারকৃতরা হল-মোঃ সাইফুল ইসলাম টিটু (৪৫), মোঃ মতিন (৪৮) ও মোঃ আরমান হোসেন (৪২)।

৯ এপ্রিল রাত ০৯.০০টায় যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসি’র স্পেশাল এ্যাকশন গ্রুপের একটি টিম।

এ সময় তাদের হেফাজত হতে ২টি পিস্তল, ১টি রিভলবার, ২৮ রাউন্ড বিভিন্ন বোরের গুলি এবং ছিনতাই কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত টিটু ও মতিন একাধিক ছিনতাই গ্রুপের সক্রিয় সদস্য। অপরদিকে আরমান বিভিন্ন অপরাধীর কাছে অস্ত্র সরবরাহ করত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু হয়েছে।

পিবিএ/এম/আর

আরও পড়ুন...