তুরাগে ডিএনসিসি’র ময়লার ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত

এস.এম.মনির হোসেন জীবন, পিবিএ, ঢাকা: রাজধানীর তুরাগে রাস্তাপারাপারের সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ময়লার গাড়ির নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম মো: সঞ্জু মিয়া (৫৫)। খবর পেয়ে তুৃরাগ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তুরাগের ১৫ নম্বর সেক্টর বালুর মাঠ সংলগ্ন বাঁশপট্রি এলাকায় প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ডিএমপি’র তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুল মোত্তাকিন ঘটনার সত্যতা পিবিএ’র কাছে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ পিবিএ’কে জানান সোমবার সকাল ১০টার দিকে তুরাগ থানার ১৫ নম্বর সেক্টর বালুর মাঠ সংলগ্ন বাঁশপট্রি এলাকায় দোকানের জন্য বাঁশ কিনতে যান নির্মাণ শ্রমিক মো: সঞ্জু মিয়া (৫৫)। ওই সময় রাস্তা পারাপার হবার সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ঢাকা মেট্রো-ত-১৩-৪১৩৪ ময়লার গাড়ি দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা ও চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় মো: সঞ্জু মিয়া। তখন স্থানীয় জনতা পালিয়ে যাবার সময় ঘাতক ট্রাকটি আটক করলেও গাড়ি চালক কৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে তুরাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রেরণ করেন। পরে থানা পুলিশ দুর্ঘটনাকবলিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ঢাকা মেট্রো-ত-১৩-৪১৩৪ নম্বরের ময়লার গাড়িটি জব্দ করেছে।

নিহত মোধ সঞ্জু মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার রাজীবপুর গ্রামের মৃত কেরামত সর্দারের পুত্র। নিহত সঞ্জু তুরাগের চন্ডাল ভোগ গ্রামের যুবলীগ নেতা ও বাথরুমের চাক ব্যবসায়ী মো: কফিল উদ্দিনের দোকানে শ্রমিক হিসেবে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছিল। এঘটনায় তুরাগ থানায় রোড এক্রিডেন্ট আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পিবিএ/জীবন/জেডআই

আরও পড়ুন...