নওগাঁর আত্রাইয়ে মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

নার্সকে কুপিয়ে হত্যা করল রোগী
প্রতীকী ছবি

পিবিএ, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে নিজ ঘরে আরিফুল ইসলাম (৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ সোমবার সকালে উপজেলার বাঁকা গ্রামে এ ঘটনাটি ঘটে। মৃত আরিফুল ইসলাম ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন জানান, আরিফুল এলাকায় বিভিন্ন লোকজনের পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে থাকেন। রবিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পরেন। আজ সকালে বাড়ির লোকজন ডাকতে গিয়ে গলা কাটা অবস্থায় তার লাশ দেখতে পান।
এরপর থানা পুলিশ সংবাদ পেয়ে আরিফুলের লাশ উদ্ধার করা হয়। কি কারনে এই হত্যাকান্ড হলো তার সঠিক কারন তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পিবিএ/ বাবুল আখতার রানা/জেডআই

আরও পড়ুন...