
শরিফুল ইসলাম,নড়াইল প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে নড়াইলে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নড়াইল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্নেল শেখ শেফায়েত আব্দুল্লাহ, সিভিল সার্জন ডা. মো.আব্দুর রশিদ,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক রেফায়েতুল হক তমাল, জেলা সেক্রেটারি সোফায়েত উল্লাহসহ প্রমুখ।
অনুষ্ঠানে নিহতদের স্মরণে দাড়িয়ে একমিনিট নিরাবতা পালন করা হয় এবং প্রত্যেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া উপস্থিত আহত ও তাদের স্বজনেরা জুলাই-আগস্টে তাদের ওপর ঘটে যাওয়া ঘটনার বর্ণনা করেন।