নতুন ভিডিওতে উত্তাপ ছড়ালেন সানি লিওন (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: বলিউড সেনসেশন সানি লিওন। অভিনয়ের পাশাপাশি আইটেম গানে কোমর দুলিয়ে দর্শক মন জয় করেছেন। এবার ‘হ্যালো জি’ শিরোনামের একটি গানে উত্তাপ ছড়িয়েছেন তিনি।

একতা কাপুরের অল্ট বালাজি ও জি ফাইভের ওয়েব সিরিজ ‘রাগিনি এমএমএস রিটার্নস’-এর দ্বিতীয় সিজনের জন্য গানটি তৈরি হয়েছে। গানে বরাবরের মতোই আকষর্ণীয়া রূপে হাজির হয়েছেন সানি লিওন। গানটি গেয়েছেন ‘বেবি ডল’খ্যাত গায়িকা কণিকা কাপুর। কম্পোজ করেছেন মিত ব্রোস। ‘হ্যালো জি’ গানের কোরিওগ্রাফি করেছেন বিষ্ণু দেবা।

সানি লিওন বলেন, একতা কাপুরের সঙ্গে আগেও কাজ করেছি এবং সেগুলো অনেক সাড়া ফেলেছে। আমাদের একসঙ্গে কাজ করার ইচ্ছে ছিল। এবার আশা করছি, আরো ভালো সাফল্য পাব। এটি খুবই আকর্ষণীয় একটি গান। ভিডিওটি চমৎকার! গানের সবকিছুই আমার পছন্দ এবং এজন্যই এতে কাজ করতে রাজি হয়েছি।

রাগিনি শ্রফ নামের ২০ বছরের এক মেয়েকে নিয়ে ‘রাগিনি এমএমএস রিটার্নস’ সিজন টুয়ের কাহিনি তৈরি। বন্ধুদের সঙ্গে ভ্রমণে গিয়ে নানা ঘটনার মুখোমুখি হতে হয় তাকে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— দিব্য আগরওয়াল, বরুণ সুদ, স্নেহা নামানান্দি, নবনীত কউর প্রমুখ। আগামী ১৮ ডিসেম্বর থেকে গানটি প্রচার হবে।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...