নিক’কে চুমু দিয়ে লিপস্টিক মুছে দিলেন প্রিয়াঙ্কা (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: দম্পতি হোক কিংবা প্রেমিক যুগল—প্রেম-ভালোবাসা, খুনসুটিতে মেতে উঠতে দেখা যেতেই পারে তাঁদের। আর এই কথার যথার্থতা প্রমাণে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপতারকা নিক জোনাস হতে পারেন দারুণ উদাহরণ। তাঁদের উষ্ণ সময়ের দারুণ সব মুহূর্ত দেখে ভক্তরা মেটান কৌতূহল, মাতেন উল্লাসে। তবে এবার যা হলো, তা রোমাঞ্চকর তো বটেই, একই সঙ্গে মজারও।

https://www.instagram.com/p/B691CWLJVB6/

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, গতকাল রোববার মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’-এ উপস্থিত হয়েছিলেন নিক-প্রিয়াঙ্কা। বৈশ্বিক এ আয়োজনের এবারের ৭৭তম আসরে নিককে ক্যামেরার সামনেই চুমু দেন প্রিয়াঙ্কা। আর মুহূর্তেই ওই ছবি ছড়িয়ে পড়ে অন্তর্জালে।

https://www.instagram.com/p/B6_HI9qA4l7/

ওই দিন লালগালিচা পার হতেই ক্যামেরার মুখোমুখি হন নিক-প্রিয়াঙ্কা। এ সময় একজন গণমাধ্যমকর্মী তাঁদের চুম্বন করতে বলেন। তবে এতে নিক প্রথমে পিসিকে চুমু খেতে ঠোঁট বাড়ান। কিন্তু হাসিমুখে ঠোঁট সরিয়ে নেন। পরক্ষণেই স্বামীর ঠোঁটে চুমুর চিহ্ন এঁকে দেন তিনি। তাতে যা হবার, তাই হলো। নিকের ঠোঁটে লেগে গেল প্রিয়াঙ্কার লিপস্টিকের চিহ্ন।

https://www.instagram.com/p/B690uF7peSI/

এর পর অবশ্য নিকের ঠোঁট থেকে বেশ সযত্নে লিপস্টিকের চিহ্ন মুছে ফেলতে দেখা যায় পিসিকে। আরেকটি ভিডিওতে তাঁদের দুজনকে ওই অনুষ্ঠানের উপস্থাপনা করতে দেখা যায়। এ সময় প্রিয়াঙ্কার ভূয়সী প্রশংসা করতে দেখা যায় নিককে।

https://www.instagram.com/p/B691iIXAE6D/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

বিশেষ দিনগুলো এক সঙ্গে কাটাতে পছন্দ করেন নিক-প্রিয়াঙ্কা। এবারের বড়দিন ও নতুন বছরের ক্ষণও একসঙ্গে কাটিয়েছেন তাঁরা। ২০১৮ সালের ১ ডিসেম্বর রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক-গীতিকার নিক জোনাস। ভারতের যোধপুরের উমেদ ভবন প্রাসাদে আয়োজিত সেই বিয়ের অনুষ্ঠানে ছিলেন তাঁদের মা-বাবা। তারপর থেকে বিশ্বজুড়ে নিকইয়াঙ্কা মনোযোগের কেন্দ্রে। হিন্দু ও খ্রিস্টান উভয় রীতিতে বিয়ে করেন এ দম্পতি।

https://www.instagram.com/p/B69y_YbBfB-/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

প্রিয়াঙ্কাকে সর্বশেষ সোনালি বোস পরিচালিত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে দেখা গেছে। চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া এ ছবি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...