নিক-পিয়াঙ্কার সন্তানের ছবি ভাইরাল!

পিবিএ ডেস্ক : ভাইরাল হল নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার সন্তানের ছবি। মার্কিন পপ তারকা এবং বলিউড অভিনেত্রীর বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকীর দিনই সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লো এ দম্পতির সন্তনের ছবি।

কি অবাক লাগছে শুনে? বিষয়টি হল, নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকীর সময় হঠাত করেই একটি ছবি ছড়িয়ে পড়তে শুরু করে।

যেখানে নিকের কোলে এক শিশুকে দেখা যায়। নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ওই শিশুর ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।তবে নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়ার ছবির সঙ্গে ওই শিশুকে যে পৃথকভাবে জুড়ে দেওয়া হয়েছে, তা বেশ স্পষ্ট।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...