মুক্তাগাছায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক পাষণ্ড গ্রেপ্তার

পিবিএ,ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক নরপশুকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাত ১০টায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ধর্ষণের শিকার মেয়েটি স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

মামলার বরাত দিয়ে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ দাবি করেন, ‘সাত মাস ধরে নিজের মেয়েকে ধর্ষণ করে আসছিলো ওই নরপশু। ঘটনাটি জানাজানি হলে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করা হয়।’

ওসি আলী মাহমুদ আরো দাবি করেন, প্রাথমিকভাবে মেয়েটির স্বীকারোক্তিতে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন...