নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি
পিবিএ, ঢামেক : রাজধানীর শিববাড়ি নির্মানাধীন শেখ রাসেল টাওয়ারের ১৬ তলা থেকে নিচে পড়ে শিমুল (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি রংপুর সদর উপজেলায়।
আজ সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ববেলা পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুল গনি জানান, পেশায় রাজমিস্ত্রি হেলপার শিমুল। দীর্ঘ ১ বছর ধরে শিমুল ওই টাওয়ারে কাজ করে। আজ সকালে ক্রেনের সাহায্যে বাকেটে করে ভবনের নিচে থেকে ১৬ তলায় বালু তুলছিল শিমুল। ১৬ তলায় উঠার পরে হাত দিয়ে বাকেটটি ভবনের ভিতরে দিকে টেনে নেওয়ার সময় ভাড় সামলাতে না পেরে ভবনের নিচে পড়ে যায় সে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম মৃত্যুর বিষয়টি পিবিএ’কে নিশ্চিত করেন। তিনি জানান, চিকিৎসাধীন অবস্থায় শিমুলের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে। তার বাড়ি রংপুর সদর উপজেলায়। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।
পিবিএ/এইচএ/জেডআই

আরও পড়ুন...