
বৃহস্পতিবার পার্কস্ট্রিটের এক নামী বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। সূত্রের খবর সি সেকশনের পর মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন।
জি ২৪ ঘন্টার মাধ্যমে নুসরাতকে শুভেচ্ছা জানালেন নিখিল জৈন। তিনি বললেন, আমাদের মধ্যেকার দুরত্ব আমার শুভেচ্ছা জানানোর পথে কখনোই অন্তরায় নয়। নুসরাতকে ও তার সন্তানকে শুভেচ্ছা জানাচ্ছি। নবজাতক সুস্থ থাকুক, তার আগামী দিন উজ্জ্বল হোক।
জাঁকজমকপূর্ণ ডেস্টিনেশন ওয়েডিং করেছিলেন লিখিল জৈন ও নুসরাত জাহান। কিন্তু পরবর্তীকালে সুখের হয়নি তাদের সংসার। এরই মধ্যে নিখিল মামলা করেন অভিনেত্রীর বিরুদ্ধে। সেই মামলা চলাকালীন সময়েই গর্ভবতী হন নুসরাত।
তখনই প্রশ্ন ওঠে, এই সন্তানের বাবা কে? নিখিল জানিয়ে দিয়েছিলেন, এই সন্তান তার নয়। আরেক ধাপ এগিয়ে নুসরাত তার সঙ্গে নিখিলের এই বিয়েকেই অস্বীকার করে জানান, তিনি সিঙ্গেল।
পুরো প্রেগন্যান্সি পিরিয়ডেই নুসরাতের পাশে ছিলেন তার বিশেষ বন্ধু যশ দাশগুপ্ত। বৃহস্পতিবার ওটিতেও নুসরাতকে সঙ্গ দিলেন তিনি।