পিবিএ,নড়াইল: নড়াইলের ডিবি পুলিশ ও কালিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২৮০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হলেন- কালিয়া উপজেলার সরসপুর গ্রামের উকিল মোল্যার ছেলে জালাল মোল্যা (৩৪) ও লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামের আফসার ফকিরের ছেলে পলাশ ফকির (৩২)।
রবিবার বিকালে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, নড়াইলের গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ও নড়াইলের কালিয়া থানার ওসি আনোয়ার হোসেনের নেতৃত্বে পৃথক দুইটি অভিযান চালিয়ে তাদের কে আটক করে ২৮০ পিচ ইয়াবা উদ্বার করে। আটককৃতদের বিরুদ্ধে কালিয়া ও লোহাগড়া থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।
পিবিএ/এফএস