
পিবিএ,পঞ্চগড় প্রতিনিধি: সর্ব উত্তরের জেলা পঞ্চগড় আর এজেলায় শীত আসে সবার আগে আবার শীত যায় সবার শেষে। হিমালয়ের হিম বাতাসে কনকনে ঠান্ডায় নিম্নবিত্ত পরিবার গুলো অসহায় হয়ে পড়েন। শীত নিবারণের জন্য খড়কুটোয় একমাত্র ভরসা এ অঞ্চলের মানুষদের। যার ফলশ্রুতিতে বিভিন্ন সামাজিক সংগঠন, সরকারি ও ব্যক্তি উদ্যোগে এ জেলায় শীতবস্ত্র বিতরণ করে থাকেন। এরই ধারাবাহিকত এক হাজার দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে বেসরকারী এনজিও বুরো বাংলাদেশের উদ্যোগে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ভূক্তভোগীদের শীতবস্ত্র বিতরণ করা হয়।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন ভূক্তভোগীদের হাতে এসব শীতবস্ত্র দরিদ্র শীতার্তদের মাঝে তুলে দেন।
এ সময় বুরো বাংলাদেশ এনজিও’র বিভাগীয় ব্যবস্থাপক টুটুল চন্দ্র পাল, আঞ্চলিক ব্যবস্থাপক সানোয়ার হোসেন, স্থানীয় ব্যবস্থাপক সজল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে গত তিন দিন ধরে সদর উপজেলার প্রকৃত দরিদ্র শীতার্তদের তালিকা করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন বুরো বাংলাদেশ।
সভায় প্রধান অতিতি হিসেবে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে টুটুল চন্দ্র পাল বক্তব্য রাখেন ।
এ সময় টুটুল চন্দ্র বলেন, আমরা দেখছি পঞ্চগড়ের অসহায় ছিন্নমূলল মানুষেরা শীতার্ত। বিভিন্ন মিডিয়ায় খবর দেখে মানবিক মূল্যবোধ থেকে আমাদের সাধ্যমত আজ পাঁচ শতাধিক শীতবস্ত্র বিভিন্ন বয়সীদের মাঝে বিতরণ করা হয়েছে। আগামীতে আমাদের এ্ই উদ্যোগ অব্যাহত থাকবে।
উদ্যোক্তারা জানান, যেহেতু পঞ্চগড়ে গত এক মাস ধরে প্রচন্ড শীত। অসহায় দরিদ্ররা শীতবস্ত্রের অভাবে কষ্টে আছেন। আশা করি শীতবস্ত্রগুলো পেয়ে তাদের কষ্ট কিছুটা লাঘব হবে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি বুরো বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানান। আগামীতে আবারও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান তিনি। কারণ পৌষ ও মাঘ মাসে পঞ্চগড়ের তাপমাত্রা নিম্নমুখী হওয়ার কারণে হাড়কাপানো কনকনে শীতে দরিদ্র শীতার্তরা শীতবস্ত্রের জন্য অপেক্ষা করেন।