পরকীয়ার জেরে গৃহবধুকে ইট দিয়ে থেতলে হত্যা, প্রেমিক আটক

 


পিবিএ, সাভার: সাভারে কাউন্দিয়ায় পরকীয়া প্রেমের জেরেই কাজলী বেগম (২৪) নামে এক গৃহবধূকে হত্যা করে তার প্রেমিক সজিব বিশ্বাস । এঘটনায় ওই ঘাতক প্রেমিককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ ।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রান কৃষ্ণ অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত কাজলী সাভার কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার আব্দুল রাজ্জাকের স্ত্রী । আটক সজিব বিশ্বাস একই এলাকার ঈশাখাঁর ছেলে বলে জানা যায় ।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দারুলছালাম এলাকা থেকে ওই ঘাতক প্রেমিক সজিবকে আটক করা হয়েছে । এরআগে রবিবার রাতে সাভারের কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার গৃহবধূ কাজলীকে ইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায় সজিব।এসময় মস্তিকে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় কাজলীর । পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে ।

এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক(এসআই) প্রান কৃষ্ণ অধিকারী জানান, পরকীয়া প্রেমের জেরেই ওই গৃহবধূকে হত্যা করেছিলো সজিব।তবে ঘটনার পর থেকেই পুলিশের তৎপরতায় ঘাতক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান তিনি ।

এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।

 

পিবিএ/লোটন আচার্য্য/জেডআই

আরও পড়ুন...