পাঁচবিবি প্রেসক্লাবের সদস্য নজরুল ইসলামের ইন্তেকাল

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি প্রেসক্লাবের সদস্য সাংবাদিক নজরুল ইসলাম (৫৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃর্ত্যুবরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ রোববার বেলা ১১ টায় পাঁচবিবি বায়তুর নুর জামে মসজিদে জানাজা শেষে সরকারী কবরস্থানে দাফন সম্পূর্ন করা হয়।
তিনি গতকাল ২রা মার্চ শনিবার সন্ধ্যায় পশ্চিম বালিঘাটাস্থ নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
জয়পুরহাট-আসনের মাননীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু, পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সভাপতি আঃ হালিম সাবু, সাঃসম্পাদক,উল্লাস কুমার হাজরা,সাবেক সভাপতি আজাদ আলী, সাবেক সাধারণ সম্পাদক দিলদার হোসেন, পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সভাপতি এসএম রুহুল আমিন, সাধারণ সম্পাদক আল কারিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল শেখ, পৌর প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল সহ অন্যান্য ব্যক্তিগণ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

আরও পড়ুন...