পাকিস্তানের বিপক্ষে বরাবরই সফল সাকিব

এশিয়া কাপের ১৬তম আসরের সুপার ফোরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

এ ম্যাচে বাংলাদেশের ত্রাতা হতে পারেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। পরিসংখ্যান বলছে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দারুণ সফল সাকিব।

ওয়ানডে র‌্যাংকিংয়ে নাম্বার ওয়ান দল পাকিস্তান। তাই বাবর আজমদের বিপক্ষে জিততে হলে সামর্থ্যের সেরাটা তিন বিভাগেই দিতে হবে টাইগারদের।

তবে রেকর্ড বুক বলছে পাকিস্তানের বিপক্ষে বরাবরই উজ্জ্বল সাকিব। কারণ বাবর আজমের দলের বিপক্ষে তার অনবদ্য ফর্ম।

তিন ফরম্যাট মিলে পাকিস্তানের বিপক্ষে ৪৭.৩৬ গড়ে ১৪২১ রান করেছেন সাকিব। সেঞ্চুরি আছে দুটি, ফিফটি ১২টি, সেরা ইনিংস ১৪৪।

ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দেশের দ্বিতীয় সফল ব্যাটার সাকিব। ৪২.৫৩ গড়ে ১৬ ম্যাচে ৫৫৩ রান এসেছে তার ব্যাট থেকে। মুলতানে স্বাগতিকদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর কীর্তি আছে সাকিবের।

বাবর-রিজওয়ানদের বিপক্ষে বল হাতেও টাইগারদের সবচেয়ে সফল বোলার সাকিব। ১৬ ম্যাচে নামের পাশে ২১ উইকেট সাকিবের।

পাকিস্তানের বিপক্ষে মোস্তাফিজুর রহমানের রেকর্ডটাও খুব ভালো। মাত্র দুই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেট নিয়েছেন কাটার মাস্টার। আছে এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার কীর্তিও। তাহলে কি পাকিস্তানের বিপক্ষে একাদশে ফিরবেন ফিজ?

আরও পড়ুন...