পাকিস্তানে প্রথম অধিবেশনে সংসদ সদস্যদের শপথ আজ

পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বর্তমান স্পিকার রাজা পারভেজ আশরাফ নির্বাচিত আইনপ্রণেতাদের শপথবাক্য পাঠ করাবেন। শুক্রবার অধিবেশনের দ্বিতীয় দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাকিস্তানের এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশ শুধু সংসদ সদস্যদের শপথ পাঠের পর বৈঠকের মুলতবি ঘোষণা করা হবে।

অধিবেশনের দ্বিতীয় দিন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সেদিনই তাদেরকে শপথ পাঠ করানো হবে। তারপর শনিবার তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন সংসদ সদস্যরা।

স্পিকার পদে সরদার আয়াজ সাদিককে মনোনয়ন দিয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। স্পিকার নির্বাচনে আয়াজ সাদিকের বিপরীতে আছেন পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ পিটিআই-সমর্থিত আমির ডোগার। প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছে পিএমএল-এন।

এ দিকে প্রধানমন্ত্রী পদের জন্য শাহবাজ শরিফের বিপরীতে লড়বেন পিটিআই-সমর্থিত ওমর আইয়ুব। পিপিপির নেতা আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট প্রার্থী। ডেপুটি স্পিকার পদে লড়ছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী গোলাম মুস্তফা শাহ।

৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদ ও চারটি প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ হয়। সাধারণ পরিষদের ২৬৪টি আসনে ভোট হয়। এই নির্বাচনে পাকিস্তান হরিক-ই-ইনসাফকে (পিটিআই)-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সর্বোচ্চ ৯০ আসনে জয় পান। তবে ৭৯ আসন পেয়ে দ্বিতীয় স্থানে থাকা পিএমএল-এন আর ৫৪ আসন পেয়ে তৃতীয় স্থানে থাকা পিপিপি ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে কেন্দ্রে ও প্রদেশগুলোতে সরকার গঠন করছে।

আরও পড়ুন...