প্রকাশ্যে এলো সানি লিওনের ট্রেলার (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: বলিউড অভিনেত্রী সানি লিওনি অভিনীত ওয়েব সিরিজ মানেই ভক্তদের মধ্যে টানটান উত্তেজনা। আর ধাপে ধাপে সেই উত্তেজনার পারদ তুঙ্গে ওঠাতে সানির জুড়ি মেলা ভার। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে সম্প্রতি প্রকাশ্যে আসা ‘রাগিণী এমএমএস রিটার্নস সিজন টু’-এর ট্রেলার বজায় রেখেছে সেই ধারাবাহিকতা।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে জানা যায়, মুক্তিপ্রাপ্ত ট্রেলারে সানির পাশাপাশি অভিনেতা দিব্যা আগরওয়াল, বরুণ সুদ-এর রসায়ন বেশ ভালোভাবে জমে উঠতে দেখা গেছে। চলুন দেখে নেওয়া যাক আলোচিত ওই ভিডিওটি : দারুণ ওই ভিডিওটি তোলপাড় ফেলেছে অন্তর্জালে। মুক্তির মাত্র ১৬ ঘণ্টার মধ্যে ভিডিওটি এরই মধ্যে পাঁচ লাখ ৬২ হাজারের বেশিবার দেখা হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে।

এই ছবিতে এরই মধ্যে কোমর দোলাতে দেখা গেছে সানিকে। ওয়েব সিরিজটির আইটেম গান ‘হ্যালো জি’র তালে তালে নেচে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে কাঁপন ধরিয়েছেন লাস্যময়ী এই অভিনেত্রী। তাঁর আবেদমনময়ী রূপের বেশ প্রশংসা করেছেন নেটিজেনরা। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে সানি অভিনীত ওয়েব সিরিজটি।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...