প্রাচীনকাল থেকেই জমিতে সাধারণত পাখিদের ভয় দেখানোর জন্য কাকতাড়ুয়া তৈরি করা হয়। কাক অথবা চড়ুই-জাতীয় পাখির উৎপাত বন্ধ করাই এর অন্যতম উদ্দেশ্য। এখনও গ্রামাঞ্চলের সবজি ক্ষেতে দেখা মেলে বিভিন্ন আকারের কাকতাড়ুয়া। ছবিটি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের চাঁদকরিম থেকে তোলা। সোমবার, ২৭ ডিসেম্বর। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত

আরও পড়ুন...