প্রেমিকের দেয়া ওষুধ খেয়ে হাসপাতালে প্রেমিকা

lover-pbaপিবিএ,পাবনা: পাবনার সাঁথিয়ায় প্রেমিক শিপন হোসেন(২০) এর দেয়া গর্ভপাতের ট্যাবলেট খেয়ে কিশোরী প্রেমিকা আরিফা খাতুন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রেমিক শিপন হোসেন উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের প্রবাসী জহির উদ্দিনের ছেলে ও বেড়া সরকারী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আর আরিফা খাতুন পুন্ডুরিয়া গ্রামের মৃত মজিবর রহমানের মেয়ে ও ৭ম শ্রেণির ছাত্রী।

সাঁথিয়া থানায় আরিফা খাতুন এর মা জমেলা খাতুন লিখিত অভিযোগের বরাত দিয়ে ওসি জাহাঙ্গীর হোসেন পিবিএকে জানান, মেয়েটির মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন। এ সুযোগে শিপন হোসেন তার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের এক পর্যায়ে বিয়ের প্রলোভন দিয়ে শিপন আরিফার সাথে ঘণিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। এতে মেয়েটি অন্তঃসত্তা হয়ে পড়ে। আরিফা প্রেমিক শিপনকে বিয়ে করতে চাপ দেয়। প্রতারক শিপন পরে বিয়ে করার আশ্বাস দিয়ে ৪মাসের অন্তঃসত্তা কিশোরীকে গর্ভপাত করতে বলে। এক পর্যায়ে শিপন বুধবার(৬ মার্চ) কৌশলে ট্যাবলেট খাইয়ে কিশোরীর গর্ভপাত ঘটায়। এতে প্রচুর রক্তক্ষরণে কিশোরী অসুস্থ হয়ে পড়লে তাকে ওই দিনই বেড়া হাসপাতালে ভর্তি করা হয়।

তার অবস্থা আশংকাজনক হওয়ায় বৃহস্পতিবার (৭ মার্চ) তাকে পাবনা সদর হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ব্যাপারে সাঁথিয়া থানার ডিউটি অফিসার এএসআই ইউসুফ পিবিএকে বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পিবিএ/এআই/হক

আরও পড়ুন...