ফরিদপুরের বাউল সম্রাট আয়নাল বয়াতি আর নেই

পিবিএ,ফরিদপুর: বাংলাদেশের কিংবদন্তী বাউল সম্রাট ও সাধক এবং গানের কোকিল নামে খ্যাত মো. আয়নাল বয়াতী হাজারো ভক্তদের কাঁদিয়ে ৩ ডিসেন্বর’২০১৯ মঙ্গলবার রাত ১০ টায় না ফেরার দেশে চলে গেলেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০২ বছর।

কয়েকদিন যাবত তিনি ফরিদপুর ডায়াবেটিস হাসপতালে চিকিৎসাধীন ছিলেন। স্বাস্থ্যের অবনতি হওয়ায় মঙ্গলবার তাকে ফরিদপুর সদর উপজেলার সাদীপুর গ্রামে নিজ বাড়ীতে নিয়ে আসে। এখানেই তিনি রাত ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যান আপন ঠিকানায়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়েসহ হাজারো ভক্তবৃন্দ রেখে যান। বুধবার নামাজে জানাজা শেষে বাদ আছর তাকে নিজগ্রাম সাদিপুর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যু’র খবরে বাংলাদেশের বাউল জগতে শোকের ছায়া নেমে আসে।

বাংলার এই বাউল সম্রাট ও গানের কোকিলের মৃত্যুতে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ) ফরিদপুর জেলা কমিটি ও অনলাইন প্রেসক্লাব, ভাঙ্গা উপজেলা কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পিবিএ/রফিকুল ইসলাম/বিএইচ

আরও পড়ুন...