পিবিএ,বগুড়া: বগুড়ার শেরপুর থানা পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামীসহ ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে গ্রেপ্তার করেছে। শেরপুর থানা সুত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত দুই আসামী হলো শেরপুর শহরের শ্রীরামপুরপাড়ার মৃত আব্দুল মালেক এর ছেলে শাহাবুদ্দিন ওরফে সিহাব (৪০) ও গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের মৃত ঈমান আলীর ছেলে মো.শাহীন (৩৫)।
এর মধ্যে সিহাবের ৩ বছরের ও শাহীনের ৬ মাসের সাজা রয়েছে বলে ডিউটি অফিসার মো. আক্কাস আলী জানান। এছাড়া গ্রেপ্তার হওয়ায় ওয়ারেন্টুভক্ত অন্য আসামীরা হলেন নারী ও শিশু নির্যাতন মামলায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের শংকরহাটা গ্রারেম মো. আব্দুল বাছেদ ও তার স্ত্রী ফুলেরা খাতুন, রণবীরবালা গ্রামের মোছা কোহিনুর বেগম (৩৫), ও মহিপুর জামতলা গ্রামের ওমর আলীর ছেলে শহিদ আফ্রিদী (৩৫)। শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর পিবিএকে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের সোমবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পিবিএ/লিটন/বিএইচ