বছরের শেষ কিংবা শুরু বালিশ-তোশক, হাঁড়ি-পাতিলের লটবর নিয়ে শহরের পথে ঠেলাগাড়ি বা ট্রাকের চলতে থাকার দৃশ্যটি খুব চেনা। নগরীর বাসিন্দাদের বেশির ভাগই থাকেন ভাড়া বাড়িতে। চাকরি বা ব্যক্তিগত কারণে বাসা বদলও ভাড়াটিয়া জীবনযাপনের নিয়মিত অনুষঙ্গ। ছবিটি চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকা থেকে তোলা। শুক্রবার, ৩১ ডিসেম্বর। ছবি : পিবিএ/এম ফয়সাল এলাহী

আরও পড়ুন...