পিবিএ ডেস্ক: বরিশাল জেলার ১০ উপজেলাতে প্রস্তুতকৃত আশ্রয় কেন্দ্রগুলোতে ১ লক্ষ ৭ হাজার ২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছে। পাশাপাশি ২৪৯৯টি গবাদিপশু আশ্রয় কেন্দ্রে ওঠানো হয়েছে। আজ বুধবার রাত ১টায় জেলা প্রশাসনের পক্ষ জানানো হয়েছে।
মাডিয়া সেল সূত্র জানায়, ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সকল প্রকার ক্ষয়ক্ষতি রোধে এরই মধ্যে সকল প্রকার প্রস্তুতি শেষ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। আবহাওয়া বার্তা অনুযায়ী গতকাল মঙ্গলবার বিকেল থেকে জেলার ১০ উপজেলায় প্রস্তুতকৃত ১ হাজার ৭১টি আশ্রয় কেন্দ্রে ১ লক্ষ ৭ হাজার ২৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছে।
আশ্রয় কেন্দ্রগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং পানি সরবরাহসহ শুকনো খাবারের পাশাপাশি খাবারের আয়োজন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় ১০টি উপজেলায় মানসম্মত খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি ২৪৯৯টি গবাদিপশু আশ্রয় কেন্দ্রে ওঠানো হয়েছে। বিকাল থেকে এসকল আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রাশাসকরা ও উপজেলা নির্বাহী অফিসারা।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পানি সরবরাহসহ শুকনো খাবার এবং বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
পিবিএ/এমএসএম