
বর্ষাকালে নৌকার কদর বেশ। সময় ফুড়িয়ে গেলে তাকে যত্ন করার আর কেউ থাকে না। যখন নদীতে পানি থাকে, তখন তার গুরুত্ব অনেকটাই বেড়ে যায়, আর পানি না থাকলে এরকম মূল্যহীন। এভাবেই অযত্ন অবহেলায় যত্রতত্র ভাবে ফেলা রাখা হয়। ছবিটি গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের বালাসিঘাট এলাকা থেকে তোলা। শনিবার, ৮ জানুয়ারী। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত
