
পিবিএ, বান্দরবান : বান্দরবানে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূর নাম গোলাপী বেগম (৪৭) স্বামী মোঃ শাহজান সে বান্দরবান জেলার লামা সদর উপজেলাধীন চিউনী খাল পাড়া এলাকার বাসিন্দা।
সুত্রে জানাযায় নিহত গৃহবধূ গোলাপী বেগম শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় নাতি সহ ঘুমায় , রবিবার ( ২০ অক্টোবর) সকালে পরিবারের অন্যান্য সদস্যরা ঘুম থেকে উঠে তার মুখমন্ডল কাটা লাশ দেখতে পায়। পরে তারা স্থানীয় লোকজন ও পুলিশে খবর দেন।
মৃত গোলাপী বেগমের স্বামী মোঃ শাহজানের ২ বিবাহ হলেও সে ছয় ছেলে মেয়ে, শাশুড়ি নিয়ে উক্ত বসত বাড়িতে থাকতেন।
রাতে কোন দুর্বৃত্ত দ্বারা এই হত্যাকান্ড ঘটেছে বলে স্থানীয়রা প্রাথমিক ধারনা করছেন।
তবে লম্বা দা দিয়ে এভাবে কুপিয়ে হত্যা করাটা যে উদ্দেশ্যমূলক খুন এতে কোন প্রকার সন্দেহ নেই।তাই এই হত্যা কান্ড যে বা যারা ঘটিয়েছে তাদের দ্রুত সুষ্ট বিচারের আওতায় আনার আহ্বান ও জানান স্থানীয়রা।
লামা থানা পুলিশ সুত্রে জানাযায় লাশ উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে এবং পরিবারের অন্য সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনানুক ব্যবস্থা গ্রহন করে লাশ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে বলে আশা করাযায়।
পিবিএ/নয়ন চক্রবর্তী /জেডআই