বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুললেন ক্রিকেটাররা

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৫৮ দিন। টুর্নামেন্টের উত্তেজনা বাড়াতে বিশ্বজুড়ে ঘুরছে বিশ্বকাপ ট্রফি। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে ওয়ানডে বিশ্বকাপের ট্রফিটি এসেছে বাংলাদেশে। মঙ্গলবার ট্রফির সঙ্গে ছবি তুলেছেন টাইগার ক্রিকেটাররা।

এদিন সকাল সাড়ে ৯টার দিকে নিজ হাতে বিশ্বকাপ ট্রফি নিয়ে এসে পোডিয়ামে রাখেন মুশফিকুর রহিম। এরপর তিনি সহ অনুশীলন ক্যাম্পে থাকা ক্রিকেটাররা সবাই মিলে ছবি তোলেন। দলীয় ছবি তোলা শেষে আলাদা করে ট্রফির সঙ্গে ছবি তোলেন মুশফিক ও তাসকিন আহমেদ। এ সময় নিজেদের স্বপ্নের কথা ব্যক্ত করেন তারা।

এর আগে রোববার দিবাগত রাতে বিশ্বকাপ ট্রফিটি বাংলাদেশে এসে পৌঁছায়। সোমবার দিনভর এটি ছিল পদ্মাসেতুতে। সেখানে ফটোসেশন শেষে আজ নিয়ে আসা হয়েছে মিরপুর স্টেডিয়ামে।

আগামীকাল ( ৯ আগস্ট) বাংলাদেশের সোনালি ট্রফি ভ্রমণের শেষ দিন। ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য ট্রফি প্রদর্শন করা হবে। নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা এর সঙ্গে ছবি তুলতে পারবেন। এজন্য কোনো টিকিট লাগবে না।

আরও পড়ুন...