বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, স্থিতিশীল সোনা

সম্প্রতি সৌদি আরবের তেল উৎপাদন কমানোর হুঁশিয়ারিতে তেলের দাম আন্তর্জাতিক বাজারে কিছুটা বেড়েছে। আর তিন দিন ধরে খোলা বাজারে ডলারের দাম থমকে আছে। এদিকে দেশের বাজারে বাড়ানো হলেও আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল রয়েছে সোনার দাম।

কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল থাকার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ফের বাড়তে শুরু করেছে। তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস উৎপাদন কমাতে পারে বলে সৌদি আরবের হুঁশিয়ারিতে মঙ্গলবার (২২ আগস্ট) থেকে বাড়তে শুরু করে তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্কগুলো। একদিনের ব্যবধানে তেলের দাম বৃদ্ধি পায় ব্যারেল প্রতি ৩ থেকে ৪ ডলার।

ইরানের সঙ্গে পশ্চিমাদের পরমাণু আলোচনার অগ্রগতির প্রেক্ষিতে তেহরানের তেল রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে তেলের উৎপাদন কমানোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরব। প্রসঙ্গত, দেশটি ওপেক প্লাস এর শীর্ষ নীতি নির্ধারণী দেশ।

সর্বশেষ বুধবার (২৪ আগস্ট) অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুড বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল ৯৩ ডলারে। একদিন আগেও যা ৯০ ডলারে বিক্রি হয়। অপর বেঞ্চমার্ক ব্রেন্টক্রুড বিক্রি হচ্ছে ৯৯ ডলারে। একদিন আগে এর দর ছিল ৯৬ ডলার।

এদিকে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হলেও স্থিতিশীল রয়েছে আন্তর্জাতিক বাজারে। বর্তমানে প্রতি আউন্স সোনা বিক্রি হচ্ছে ১ হাজার ৭৪৫ ডলারে। এর আগে রোববার (২১ আগস্ট) সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সোনার দাম বাড়ানো হয় ৯৩৩ থেকে ১ হাজার ২২৫ টাকা পর্যন্ত।

অপরদিকে খোলাবাজারে গত দুই তিন ধরে একই জায়গায় থমকে আছে ডলারের দাম। ডলার সংকটের কারণে গত ১০ আগস্ট দাম উঠে গিয়েছিল ১২০ টাকায়। এরপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের নেয়া পদক্ষেপে কমতে শুরু করে বৈদেশিক মুদ্রাটির দাম। সর্বশেষ বুধবার (২৪ আগস্ট) রাজধানীর মানি এক্সচেঞ্জগুলোতে ডলারে ১০৮ থেকে ১০৯ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া বুধবার বাংলাদেশ ব্যাংকের আন্তঃব্যাংকগুলোতে লেনদেন হচ্ছে ডলারে ৯৫ টাকা।

সূত্র: ওয়েল প্রাইস ডট কম, বিজনেস ইনসাইডার

 

আরও পড়ুন...