পিবিএ,সিলেট: ভারতীয় গাঁজার চালানসহ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে শাহজাহান মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব র্যাব-৯।
রোববার আদালতের মাধ্যমে থানা পুলিশ গ্রেফতারকৃতকে জেলা কারাগারে পাঠিয়েছে। গ্রেফতারকৃত শাহজাহান বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিযনের শিলডুয়ার গ্রামের আব্দুল আলীর ছেলে।
জানাগেছে, র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক বিশ্বম্ভরপুর উপজেলার লক্ষীরপাড় গ্রাম সংলগ্ন সড়ক থেকে শনিবার রাতে ০৪ (চার) কেজি ভারতীয় গাঁজাসহ ওই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এ সময় তার অপরসহযোগী একই গ্রামের চাঁন বাদশা নামের আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
রোববার র্যাব-৯, সিপিসি-৩,সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে.কমান্ডার ফয়সাল আহমেদ জানান, গ্রেফতারকৃত শাহাজানসহ তার সাথেথাকা অপর সহযোগীকে পলাতক আসামী দেখিয়ে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
পিবিএ/এইচএস/হক