
পিবিএ, বেনাপোল: বেনাপোল পুটখালী সীমান্তে বুধবার সকালে ৬৬৮ বোতল ফেনসিডিল সহ জাহিদ (২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ২১ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পুটখালী ক্যাম্পের সদস্যরা। আটক জাহিদ বেনাপোল পোট থানার শিবনাথপুর বারপোতা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক কারবারীরা ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের চালান এনে খলসি গ্রামের একটি মাঠের অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৬৬৮ বোতল ফেনসিডিল সহ জাহিদকে হাতেনাতে আটক করেন। আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আটক জাহিদ বিজিবির কাছে জানিয়েছেন সে শুধু বহনকারী এ ফেনসিডিল এর মূল মালিক বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারপোতা গ্রামের তাহাজজোত আলীর ছেলে জাহিদুল ইসলাম। এলাকায় খোঁজ নিয়ে জানাযায় জাহিদুল ইসলাম একজন শীর্ষ মাদক ব্যবসায়ী সে দীর্ঘদিন যাবত ভারত থেকে ফেনসিডিল এনে বাংলাদেশে বিভিন্ন জেলায় সাপ্লাই করে থাকে। তাকে আটক করে জেল হাজতে প্রেরণ করলে মাদক পাচার কমে আসবে বলে এলাকাবাসীর দাবি ।
পিবিএ/এনএস/ জেডআই