বড় সংগ্রহের সম্ভাবনা নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে খেলছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছিল টাইগাররা। তবে জয় ও শান্তর ব্যাটে শুরুর ধাক্কা সামলে ভালোভাবেই এগোচ্ছে স্বাগতিকরা।

লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ এক উইকেটে ১১৬ রান।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। প্রায় চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে মুখোমুখি দুই দল।

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই বাঁধে বিপত্তি। অভিষিক্ত নিজাত মাসুদের করা প্রথম ডেলিভারিতেই উইকেটকিপারের গ্লাভসে ধরা পড়েন ১ রান করা জাকির।

তবে শুরুর এই ধাক্কা সামলে প্রথম সেশনের বাকি সময় নির্বিঘ্নে পার করেছেন জয় ও নাজমুল হোসেন শান্ত। দুজনের ব্যাটে ভর করে ভালো কিছুর স্বপ্নে বাংলাদেশ। জয় ৩৮ ও শান্ত ৬৪ রানে ব্যাট করছেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, জাকির হাসান, শরীফুল ইসলাম।

আরও পড়ুন...