পিবিএ ডেস্ক: গত বছর বলিপাড়ায় আলোচিত বিষয় ছিল, নিক ও প্রিয়াঙ্কার বিয়ে। শুধু বলিউডে নয় দেশ ও দেশের বাহিরে আলোড়োণ সৃষ্টি করে এই বিয়ে। অনেকেই মন্তব্য করেন কেন প্রিয়াঙ্কা তার বয়সের ছোট নিককে বিয়ে করলো? প্রিয়াঙ্কা ভক্তদের এই প্রশ্ননের উত্তর দিয়েছেন, পরিণীতি চোপড়া।
সম্প্রতি বোম্বে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে পরিণীতি বলেন, ‘অবিশ্বাস্য মনে হলেও একেবারেই সাংসারিক ছেলে নিক। সে প্রত্যেকের খোঁজখবর নেয়। খুবই ইতিবাচক মানুষ। শুধু আমাকেই নয়, আমার পুরো পরিবারের দেখভাল করে। বয়স কম হলেও ও খুব পরিণত, পাক্কা খেলোয়াড়। প্রিয়াঙ্কার স্বামী হিসেবে ও দারুণ, আমার দুলাভাই হিসেবেও দারুণ।
উল্লেখ্য,গত বছরের (১ ডিসেম্বর) ভারতের রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাসের খ্রিষ্টান ক্যাথলিক রীতিতেবিয়ে হয়।
পিবিএ/বিএইচ