
পিবিএ,ঢাকা: ভারতের প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্র দুদিনের সফরে বাংলাদেশে এসেছেন। তিনি পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি দুদেশের মধ্যকার দ্বিবার্ষিক প্রতিরক্ষা সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশে এ সফরে এসেছেন বলে জানা গেছে।
বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌছলে তাকে স্বাগত জানান সহকারী নৌবাহিনী প্রধান (লজিষ্টিকস) রিয়ার এডমিরাল এম লোকমানুর রহমান।
বাংলাদেশ সফরকালে ভারতের প্রতিরক্ষা সচিব দ্বিতীয় বার্ষিক প্রতিরক্ষা সংলাপে অংশগ্রহণ করা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার, বাংলা একাডেমী ও নারায়নগঞ্জের মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনেরও কথা রয়েছে। তিনি বাংলাদেশ সফরশেষে বৃহস্পতিবার রাতে স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
পিবিএ/এএইচ